নিঃস্ব হতে হতে তুমি এসেছ সহজে---
এখন কে কাকে করে ভয়।
সমুদ্র যেখানে ঠিক পাহাড়ের পায় এসে মেশে
এখন কে কাকে করে ভয়।
সমুদ্র যেখানে ঠিক পাহাড়ের পায় এসে মেশে
একদিন
সন্ধ্যাবেলা সেইখানে লীন হয়ে যেতে
তোমার হৃদয় জেগে উঠেছিল---উঠেছিল অনাহত শূন্যতার দিকে।
আর
এমন নিহিত জলভার
গোপন দোসর পেয়ে কোথায় গড়িয়ে গিয়েছিল
জানে ঠিকই, গ্রহরা তা জানে।
তুমি কি আমারও চেয়ে নিঃস্বতা জেনেছ কোনোখানে?
তোমার হৃদয় জেগে উঠেছিল---উঠেছিল অনাহত শূন্যতার দিকে।
আর
এমন নিহিত জলভার
গোপন দোসর পেয়ে কোথায় গড়িয়ে গিয়েছিল
জানে ঠিকই, গ্রহরা তা জানে।
তুমি কি আমারও চেয়ে নিঃস্বতা জেনেছ কোনোখানে?
![]() |
নিঃস্ব |

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন