সোমবার, ২৪ জুলাই, ২০১৭

আলো-বাতাস - ভাস্কর চক্রবর্তী

১.
উনিশো আশি-র মার্চ ও তবে কাটিয়ে এলাম!
---
কবিতা-পাঠের আসরে
আমি আর কোনোদিন যাবো না। আজ এক
বিদেশী কবি যখন স্বরচিত কবিতা পড়ছিলেন---আমি এক
কবি-অধ্যাপিকার পিঠে সুড়সুড়ি দিচ্ছিলাম তখন।
২.
শ্রীমতী ঝা, আজকাল রাত্রিবেলায় আমার ভালো ঘুম হয় না।
গোয়েন্দা-গল্পের, খিড়কির দরজার মতো
আপনি ঢুকে পড়েছেন আমার জীবনে। আপনার কবিতা
আমার ভালো লাগে না। আপনার বদখত স্বামীকেও
আমার ভালো লাগে না। আমার ভালো লাগে
আপনার দুচোখ, হাতের আঙুল, ঠোঁটের কারুকাজ ইত্যাদি ইত্যাদি।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন