বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭

পথ - শঙ্খ ঘোষ


দিনের সে বহুদর্শী‌ পথ 
এমন নিঃসঙ্গ মধ্যরাতে 
মন্থর মুহূর্তে পড়ে আছে
আরেক পথের মুখোমুখি 
দুই জনে নিজেদের খুঁজে
এতদূর উজিয়ে এসেছে--
শিশুরা কোথায় গেল তবে
বিকলাঙ্গ আমার শিশুরা?

সে-শিশুরা কোনোখানে নেই
তাদের মুখের ক্ষত শুধু
ভরে রেখে গেছে ঊর্ধ্বাকাশ
এমন নিঃসঙ্গ মধ্যরাতে
তাদের আহত অভিমান
ভরে রেখে গেছে ঘরবাড়ি
তাদের আহত অভিমানে
এ-বাতাস হয়ে আছে ভারী।।

আমার থেকেও তবে তুমি
আরও বেশি কষ্টে আছো না কি?
তোমার শরীরে মুখ ঘষে
তুলে নিতে পারি তার কিছু?
তুমি পথ, তুমিই পথিক
কান পেতে শোনো একবার--
এমন আসন্ন জলভারে
স্থির কি না-থেকে কেউ পারে?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন