একা
হলেই নিজের কাছে নতজানু মানুষ
বরফের মতো, ঘাসের মতো
মোমের মতো গলতে গলতে বলে
-ক্ষমা করো!
আমি পারিনি
খুচরো পয়সার মতো এলোমেলো হয়ে গেছি
গাছ থেকে ঝরে পড়েছি
খাদে,
ফাঁদে,
জঙ্গলে।
দরজা খুঁজে পাইনি রাজবাড়ির
সিঁড়ি খুঁজে পাইনি মন্দিরের
ক্ষমা করো।
আমি পারিনি।
বরফের মতো, ঘাসের মতো
মোমের মতো গলতে গলতে বলে
-ক্ষমা করো!
আমি পারিনি
খুচরো পয়সার মতো এলোমেলো হয়ে গেছি
গাছ থেকে ঝরে পড়েছি
খাদে,
ফাঁদে,
জঙ্গলে।
দরজা খুঁজে পাইনি রাজবাড়ির
সিঁড়ি খুঁজে পাইনি মন্দিরের
ক্ষমা করো।
আমি পারিনি।
![]() |
দরজা খুঁজে পাইনি রাজবাড়ির / সিঁড়ি খুঁজে পাইনি মন্দিরের |

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন