আকাশ থেকে ছিটকে পড়া
তারার মতো কখন জানি
অসংলগ্ন একলা আমি ছিটকে এসে
আটকে গেছি নীল শহরে
উদ্বাস্তু মশার মতো
নির্দিষ্ট আবাসহীন বাউল যেন
জীবন নামে একতারাটি
আপন মনে বাজিয়ে ফিরি
শহর জুড়ে ঘর বেধেছি স্বাধীনতায়
আত্মগত আমি আবার
নিজের কাছে প্রশ্ন করি
নিঃশব্দের এমন রাতে বুকের মাঝে
শব্দ কেন? কোন রমনী
প্রেমের ছলে ইচ্ছে করে..
তারার মতো কখন জানি
অসংলগ্ন একলা আমি ছিটকে এসে
আটকে গেছি নীল শহরে
উদ্বাস্তু মশার মতো
নির্দিষ্ট আবাসহীন বাউল যেন
জীবন নামে একতারাটি
আপন মনে বাজিয়ে ফিরি
শহর জুড়ে ঘর বেধেছি স্বাধীনতায়
আত্মগত আমি আবার
নিজের কাছে প্রশ্ন করি
নিঃশব্দের এমন রাতে বুকের মাঝে
শব্দ কেন? কোন রমনী
প্রেমের ছলে ইচ্ছে করে..
কি
মন্ত্র সে রেখে গেছে সুষমাময়
এমনতর উদ্বাস্তুর
হৃদয় নামক গোপন ঘরে।
এমনতর উদ্বাস্তুর
হৃদয় নামক গোপন ঘরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন