কে জানে কখন মিশেছি আমরা
একে অপরের ভালোতে মন্দে
রন্ধ্রে রক্তে মিশে মিলে যাওয়া মোহনার মতো।
একে অপরের ভালোতে মন্দে
রন্ধ্রে রক্তে মিশে মিলে যাওয়া মোহনার মতো।
আমাদের
সব হাসি ও অশ্রু ভাগাভাগি কো্রে
নিয়েছি যেদিন - সেদিন ছিলো কি অপরূপ রাত
অর্ধেক চাঁদে আধেক আঁধারে ভেসে থাকা নীল ফুল্ল আকাশ!
সেদিন ছিলো কি সুখের মতো্ন বুকে এতোটুকু বেদনার দাহ!
নিয়েছি যেদিন - সেদিন ছিলো কি অপরূপ রাত
অর্ধেক চাঁদে আধেক আঁধারে ভেসে থাকা নীল ফুল্ল আকাশ!
সেদিন ছিলো কি সুখের মতো্ন বুকে এতোটুকু বেদনার দাহ!
জানি না কখন মিশে গেছে দুটি এলো্মেলো পথ
দুটি উদাসিন মাতাল হৃদয় দুটো সৈনিক
পেছনের পথ ভুলে এসে এক গড়েছে নোতুন স্বাধীন সীমানা।
দুটি উদাসিন মাতাল হৃদয় দুটো সৈনিক
পেছনের পথ ভুলে এসে এক গড়েছে নোতুন স্বাধীন সীমানা।
আলোতে যেনন মিশে থাকে হাওয়া
তেমনি একটি আঁধারের অনু মিশে গেছে শাদা রোদের তনুতে
দুইটি নদী্র মোহনার মতো- জানিনা কখন , জানি না কখন!
তেমনি একটি আঁধারের অনু মিশে গেছে শাদা রোদের তনুতে
দুইটি নদী্র মোহনার মতো- জানিনা কখন , জানি না কখন!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন