ওই তরুতলে বিশ্বাসী ছায়া, ওই
ছায়াটুকু অনুকূল,
রোদে পোড়া মন চায় গৃহ ছায়া, চায় নির্জন বসবাস--
অবরোধ খোলো, ওই ছায়াতলে যাই।
রোদে পোড়া মন চায় গৃহ ছায়া, চায় নির্জন বসবাস--
অবরোধ খোলো, ওই ছায়াতলে যাই।
সারা
প্রান্তরে ঘামের গন্ধে বাতাস যখন ম্রিয়মান
যখন শরীরে ক্লান্তির গানে ঝাঁপিয়ে পড়েছে অবসাদ,
তখন তোমার গৃহ-ছায়াখানি খোলো।
যখন শরীরে ক্লান্তির গানে ঝাঁপিয়ে পড়েছে অবসাদ,
তখন তোমার গৃহ-ছায়াখানি খোলো।
গৃহ ছায়াতলে যে বৃক্ষতল, যে তরুর ছায়া অপরুপ
ফিরে এসে তুমি সেই ছায়াটুকু খুলে দিও দিন অবসানে।
বেদনাকে চিনি, রোদ্দুর চিনি, তৃষ্ণা তুমুল বিষফল।
দূর্যোগ-দিনে দেখেছি পীড়িত অসহায় একা গাঙচিল--
দুটি চোখ তার নিরাপদ নীড় খোঁজে কি ভীষন তৃষ্ণায়।
ফিরে এসে তুমি সেই ছায়াটুকু খুলে দিও দিন অবসানে।
বেদনাকে চিনি, রোদ্দুর চিনি, তৃষ্ণা তুমুল বিষফল।
দূর্যোগ-দিনে দেখেছি পীড়িত অসহায় একা গাঙচিল--
দুটি চোখ তার নিরাপদ নীড় খোঁজে কি ভীষন তৃষ্ণায়।
গৃহখানি দাও , রোদে পোড়া মন চায় নির্জন অধিবাস
ওই তরুতলে বিশ্বাসী ছায়া, ওই গৃহহারা অবিনাশ,
শরীর এখন ক্লান্তির কাছে নুয়ে আসে ঘোর অবসাদে--
ওই তরুতলে বিশ্বাসী ছায়া, ওই গৃহহারা অবিনাশ,
শরীর এখন ক্লান্তির কাছে নুয়ে আসে ঘোর অবসাদে--
অবরোধ খোলো, আমাকে তোমার ওই ছায়াটুকু দাও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন