দুজনের যৌথ জীবন যাপনের নাম সংসার।
আমরা দুজন পরষ্পরের জীবন ভাগ করে নিয়েছি
আমরা পরষ্পর পরষ্পরের জীবনে প্রবেশ করেছি।
আমরা দুজন পরষ্পরের জীবন ভাগ করে নিয়েছি
আমরা পরষ্পর পরষ্পরের জীবনে প্রবেশ করেছি।
আমরা মেলাতে চাইছি আমাদের স্বপ্নগুলো
আমরা মেলাতে চাইছি আমাদের ভালো-লাগাগুলো
আমরা মেলাতে চাইছি আমাদের বোধ ও বেদনাসমূহ
ক্ষোভ ও স্পর্শসমূহ
দৃষ্টি এবং আচ্ছন্নতাসমূহ
আমরা মেলাতে চাইছি।
আমরা মেলাতে চাইছি আমাদের ভালো-লাগাগুলো
আমরা মেলাতে চাইছি আমাদের বোধ ও বেদনাসমূহ
ক্ষোভ ও স্পর্শসমূহ
দৃষ্টি এবং আচ্ছন্নতাসমূহ
আমরা মেলাতে চাইছি।
আমরা মেলাতে চাইছি আমাদের প্রতিটি স্পর্শকাতরতাকে
শরীরের প্রতিটি শিহরনকে
ত্বকের প্রতিটি রোমকূপকে।
আমরা মেলাতে চাইছি আমাদের হৃদপিণ্ডের ধ্বনি
আমরা মেলাতে চাইছি আমাদের পাপ ও উদাসিনতাগুলো
আমাদের একান্ত স্খলনগুলো
অন্তর্গত অরন্য আর বন্যতাগুলো
ত্বক, চক্ষু, ঘ্রান, শ্রবন ও জিভের কর্মকাণ্ডসমূহ
আমরা মেলাতে চাইছি
আমরা মেলাতে চাইছি আমাদের জীবন যাপন।
শরীরের প্রতিটি শিহরনকে
ত্বকের প্রতিটি রোমকূপকে।
আমরা মেলাতে চাইছি আমাদের হৃদপিণ্ডের ধ্বনি
আমরা মেলাতে চাইছি আমাদের পাপ ও উদাসিনতাগুলো
আমাদের একান্ত স্খলনগুলো
অন্তর্গত অরন্য আর বন্যতাগুলো
ত্বক, চক্ষু, ঘ্রান, শ্রবন ও জিভের কর্মকাণ্ডসমূহ
আমরা মেলাতে চাইছি
আমরা মেলাতে চাইছি আমাদের জীবন যাপন।
দুজনের যৌথ জীবন যাপনের নাম সংসার---
এর নাম প্রেম, এর নাম বিরহের বিকল্প আগুন।
এর নাম প্রেম, এর নাম বিরহের বিকল্প আগুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন