তুমি আমাকে তৃষ্ণার্ত করেছো।
তুমি বস্তুর দিকে ফিরিয়ে দিয়েছো আমার পথ।
তুমি বস্তুর দিকে ফিরিয়ে দিয়েছো আমার পথ।
আমার চোখ তুমি ফিরিয়ে দিয়েছো জড় ও জীবনের দিকে
আমার শ্রবন তুমি ফিরিয়ে দিয়েছো রুক্ষ ধ্বনির দিকে
আমার ত্বক তুমি ফিরিয়ে দিয়েছো অমসৃন স্পর্শের দিকে
আমার ঘ্রাণ তুমি ফিরিয়ে দিয়েছো সৌরভের দিকে
আমার জিভ তুমি ফিরিয়ে দিয়েছো স্বাধীনতার দিকে
আমার শ্রবন তুমি ফিরিয়ে দিয়েছো রুক্ষ ধ্বনির দিকে
আমার ত্বক তুমি ফিরিয়ে দিয়েছো অমসৃন স্পর্শের দিকে
আমার ঘ্রাণ তুমি ফিরিয়ে দিয়েছো সৌরভের দিকে
আমার জিভ তুমি ফিরিয়ে দিয়েছো স্বাধীনতার দিকে
আমার জিভ
আমি তাকে সম্পূর্ণ আমার করে পেতে চাই।
আমি তাকে সেন্সরহীন ব্যবহার করতে চাই
আমার ইচ্ছার সপক্ষে।
আমার জিভ
আমি তাকে রূপশালি ভাতের সুঘ্রাণ দিতে চাই
দিতে চাই শুভ্র শেফালির মতো সাদা ভাত।
আমি তাকে সম্পূর্ণ আমার করে পেতে চাই।
আমি তাকে সেন্সরহীন ব্যবহার করতে চাই
আমার ইচ্ছার সপক্ষে।
আমার জিভ
আমি তাকে রূপশালি ভাতের সুঘ্রাণ দিতে চাই
দিতে চাই শুভ্র শেফালির মতো সাদা ভাত।
তুমি আমাকে তৃষ্ণার্ত করেছো সকাল
তুমি স্বপ্নের দিকে ফিরিয়ে দিয়েছো আমার পথ।
আমার বোধ তুমি ফিরিয়ে দিয়েছো মানচিত্রের দিকে
আমার স্মৃতি তুমি ফিরিয়ে দিয়েছো ইতিহাসের দিকে
আমার আকাঙ্খা তুমি ফিরিয়ে দিয়েছো আগামীর দিকে।
তুমি স্বপ্নের দিকে ফিরিয়ে দিয়েছো আমার পথ।
আমার বোধ তুমি ফিরিয়ে দিয়েছো মানচিত্রের দিকে
আমার স্মৃতি তুমি ফিরিয়ে দিয়েছো ইতিহাসের দিকে
আমার আকাঙ্খা তুমি ফিরিয়ে দিয়েছো আগামীর দিকে।
আমার আগামী
আমি তাকে পেতে চাই শ্রেনীহীনতার রোদে
আমি তাকে মানুষের প্রাকৃতিক চেহারায় পেতে চাই
মানুষের পৃথিবীতে।
আমার আগামী
আমি তাকে শ্রমময় উৎসবের দিন দিতে চাই
দিতে চাই বৃক্ষ ও হরিণের মতো নিরাপদ প্রাণ।
আমি তাকে পেতে চাই শ্রেনীহীনতার রোদে
আমি তাকে মানুষের প্রাকৃতিক চেহারায় পেতে চাই
মানুষের পৃথিবীতে।
আমার আগামী
আমি তাকে শ্রমময় উৎসবের দিন দিতে চাই
দিতে চাই বৃক্ষ ও হরিণের মতো নিরাপদ প্রাণ।
তুমি আমাকে তৃষ্ণার্ত করেছো।
তুমি শরীরের দিকে ফিরিয়ে দিয়েছো আমার পথ।
তুমি খুলে দিয়েছো আমার শরীরের নিভৃত কপাট
তুমি খুলে দিয়েছো আমার অচেতন গ্রন্থিসমূহের ঘুম
তুমি খুলে দিয়েছো আমার অব্যবহৃত মাংশপেশীগুলো
তুমি শরীরের দিকে ফিরিয়ে দিয়েছো আমার পথ।
তুমি খুলে দিয়েছো আমার শরীরের নিভৃত কপাট
তুমি খুলে দিয়েছো আমার অচেতন গ্রন্থিসমূহের ঘুম
তুমি খুলে দিয়েছো আমার অব্যবহৃত মাংশপেশীগুলো
আমার শরীর
আমি তাকে শ্রমহীনতার কারাগার থেকে মুক্তি দিতে চাই
আমি তাকে দিতে চাই প্রাণীদের প্রাকৃতিক আচরনবিধি
দিতে চাই মুগ্ধ শ্রম।
আমার শরীর
আমি তাকে ক্ষুধার মীমাংসা দিতে চাই
দিতে চাই তৃষ্ণায় রমন আর মীমাংসিত নারী।
আমি তাকে শ্রমহীনতার কারাগার থেকে মুক্তি দিতে চাই
আমি তাকে দিতে চাই প্রাণীদের প্রাকৃতিক আচরনবিধি
দিতে চাই মুগ্ধ শ্রম।
আমার শরীর
আমি তাকে ক্ষুধার মীমাংসা দিতে চাই
দিতে চাই তৃষ্ণায় রমন আর মীমাংসিত নারী।
তুমি আমাকে তৃষ্ণার্ত করেছো
তুমি আমাকে তৃষ্ণার্ত করেছো সকাল।
আমি ফিরে দাঁড়িয়েছি আমার স্বভাবের বিরুদ্ধে
আমি আমার উদাসিন মগ্নতার বিরুদ্ধে ফিরে দাঁড়িয়েছি।
তুমি আমাকে তৃষ্ণার্ত করেছো সকাল।
আমি ফিরে দাঁড়িয়েছি আমার স্বভাবের বিরুদ্ধে
আমি আমার উদাসিন মগ্নতার বিরুদ্ধে ফিরে দাঁড়িয়েছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন