অস্থিরমতি প্রেমিকের মতো এই রোদ
কোথায় ঝুঁকবে কোথায় দাঁড়াবে জানে না
ভুলে গেছে নিতে ছায়ার ওপর প্রতিশোধ
অস্থিরমতি...সিদ্ধান্তকে মানে না
কোথায় ঝুঁকবে কোথায় দাঁড়াবে জানে না
ভুলে গেছে নিতে ছায়ার ওপর প্রতিশোধ
অস্থিরমতি...সিদ্ধান্তকে মানে না
আমিও তেমন অস্থিরমতি, তা জানো?
আমিও জানি না ভালোবাসি নাকি বাসি না
আমিও জানি না ভালোবাসি নাকি বাসি না
আমার কাজ তো বিষাদী বেহালা বাজানো
সেটা ফেলে আমি তোমার সমীপে আসি না
সেটা ফেলে আমি তোমার সমীপে আসি না
অথচ চাইছি, চাইছি তো কাছে আসতে
অস্থিরমতি, নেই কোনো সিদ্ধান্ত
মনে দ্বিধা রেখে এগোই আস্তে আস্তে
রোদ তুলে নেয় পশ্চিমাকাশপ্রান্ত
অস্থিরমতি, নেই কোনো সিদ্ধান্ত
মনে দ্বিধা রেখে এগোই আস্তে আস্তে
রোদ তুলে নেয় পশ্চিমাকাশপ্রান্ত
আজও তাই, আহা, জানা হল নাকো কী যে চাই
অস্থিরমতি রোদ, নাকি তার পরছাঁই ...
অস্থিরমতি রোদ, নাকি তার পরছাঁই ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন