বুধবার, ১৯ জুলাই, ২০১৭

তদন্ত কমিশান - তারাপদ রায়


আমাদের সাড়ে আটজনের সংসারে
তিনজন মারা গেছে একবছরের মধ্যে
আমরা ভালো আছি ।
এত স্পষ্ট কিছু বলা যায় না
যারা মারা গেছে তারা কি রকম গেছে
যারা আছে তারা কি রকম আছে
এ বিষয়ে তদন্ত কমিশন দরকার --
তবু মোজা ছিঁড়ে গেলে কারো কথা মনে পড়ে,
কই মাছ খেতে গেলে কারো কথা মনে পড়ে ।

তদন্ত কমিশন





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন