শেষ আদরের পর নিয়ে আসব একটি ঝরা চুল
জীবন তেমনই থাকবে, নিয়ে যাব মুহূর্তের ভুল
মুহূর্তের জন্য মৃত্যু, কত জীবনের সমনাম?
সমুদ্র শুষেছ ওষ্ঠে, তোমার কপাল জুড়ে ঘাম
দাও, ঐটুকু দাও, পান করি, পরিশ্রান্ত লাগে
কতটা জীবন ছিল এই শেষ আদরের আগে
কতটুকু প’ড়ে থাকবে এর পরে, শুধু একটি চুল
আঙুলে জড়িয়ে রাখি, তোমাকে ছুঁয়েছে যে আঙুল...
জীবন তেমনই থাকবে, নিয়ে যাব মুহূর্তের ভুল
মুহূর্তের জন্য মৃত্যু, কত জীবনের সমনাম?
সমুদ্র শুষেছ ওষ্ঠে, তোমার কপাল জুড়ে ঘাম
দাও, ঐটুকু দাও, পান করি, পরিশ্রান্ত লাগে
কতটা জীবন ছিল এই শেষ আদরের আগে
কতটুকু প’ড়ে থাকবে এর পরে, শুধু একটি চুল
আঙুলে জড়িয়ে রাখি, তোমাকে ছুঁয়েছে যে আঙুল...
ছোঁও, আরও একটু ছোঁও, মুহূর্তে উজার হোক প্রাণ
প্রিয় পুরুষের কাছে চেয়ে নেব নিভৃত সন্তান
প্রিয় পুরুষের কাছে চেয়ে নেব নিভৃত সন্তান
চুলে যার তোমারি মতন, মহাকাশ...
![]() |
| প্রিয় পুরুষের কাছে চেয়ে নেব নিভৃত সন্তান |

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন