বুধবার, ১৯ জুলাই, ২০১৭

শেষ আদরের পর - মন্দাক্রান্তা সেন


শেষ আদরের পর নিয়ে আসব একটি ঝরা চুল
জীবন তেমনই থাকবেনিয়ে যাব মুহূর্তের ভুল
মুহূর্তের জন্য মৃত্যুকত জীবনের সমনাম?
সমুদ্র শুষেছ ওষ্ঠেতোমার কপাল জুড়ে ঘাম
দাওঐটুকু দাওপান করিপরিশ্রান্ত লাগে
কতটা জীবন ছিল এই শেষ আদরের আগে
কতটুকু পড়ে থাকবে এর পরেশুধু একটি চুল
আঙুলে জড়িয়ে রাখিতোমাকে ছুঁয়েছে যে আঙুল...

ছোঁওআরও একটু ছোঁওমুহূর্তে উজার হোক প্রাণ
প্রিয় পুরুষের কাছে চেয়ে নেব নিভৃত সন্তান

চুলে যার তোমারি মতনমহাকাশ...
প্রিয় পুরুষের কাছে চেয়ে নেব নিভৃত সন্তান



 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন