স্বরান্বিত হব ভেবে এসেছি তোমারই কাছে আজ -
এসে দেখি তুমি সেই একইমতো অস্ফুট বয়ান।
ভিড়ে ভরে আছে বৃত্ত, এ-বৃত্তে কোথাও নেই সাড়া
বহুস্বর স্তব্ধ হয়ে পড়ে আছে এইখানে এসে।
এসে দেখি তুমি সেই একইমতো অস্ফুট বয়ান।
ভিড়ে ভরে আছে বৃত্ত, এ-বৃত্তে কোথাও নেই সাড়া
বহুস্বর স্তব্ধ হয়ে পড়ে আছে এইখানে এসে।
তা বলে কি ভাবো আমি সরে
যাবো ভিন্ন কোন দেশে?
ভাবো এ ঘটনামালা তুচ্ছ ভেবে ছেড়ে দেব ঘর?
ত্রিকাল বলয় করে ঘিরে রাখে প্রতি পদপাত
তারই থেকে জেগে ওঠে ভিন্ন ভিন্ন ছবি, ভিন্ন স্বর।
ভাবো এ ঘটনামালা তুচ্ছ ভেবে ছেড়ে দেব ঘর?
ত্রিকাল বলয় করে ঘিরে রাখে প্রতি পদপাত
তারই থেকে জেগে ওঠে ভিন্ন ভিন্ন ছবি, ভিন্ন স্বর।
কী হবে তা দেখতে পাই না, কিন্তু তবু দৃষ্টি থামাবে কে?
প্রতিটি মুহূর্ত দেখি অতিদূর ভবিষ্যৎ থেকে!
প্রতিটি মুহূর্ত দেখি অতিদূর ভবিষ্যৎ থেকে!
![]() |
বহুস্বর স্তব্ধ পড়ে আছে |

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন