বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭

মধ্যিখানে চর - শঙ্খ ঘোষ


সমস্তটাই মুখের কথা।
কিন্তু তোমার জন্যে
একটুখানি বুকের কথাও
রইল এরই মধ্যে।
বুঝতে পারলে ভালো, যদি
না-ও বোঝো তাও ভালো-
সত্যি বলতে সেসব কথা
বলাও যায় না গদ্যে।
বলি না তাই কিছুই, শুধু
তাকাই পরস্পর
এম্‌নি করেই কাটতে থাকে
বৎসর বৎসর-
কেউ জানি না ঘটবে কখন
চরম বিপর্যয়
থম্‌কে আছে এদেশ ওদেশ
মধ্যিখানে চর!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন