শুক্রবার, ২১ জুলাই, ২০১৭

জীবন যাপন-- ১ - রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ


চলো স্বপ্ন মিলাই
কাজের ভেতরে ফোটে স্বপ্নের পেখম,
চলো কাজগুলো মিলাই
একটু ভাবি
দুজনে একটু অকপট হয়ে ভাবি
চলো ভাবনা মিলাই
আগে তো শরীর
শরীরে বসত করে মনরূপ পাখি।
শরীর মিলাই চলো
দেখি মেলে কিনা শরীরের স্বাদ
আর মন
মন একটি স্নায়বিক প্রক্রিয়ার নাম,
যেখানে বসত করে স্বপ্ন ---
চলো স্বপ্ন মিলাই



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন