শুক্রবার, ২১ জুলাই, ২০১৭

দ্রৌপদী জন্ম - মল্লিকা সেনগুপ্ত


"আমি যদি বেশ্যা হইতুমিও পুরুষ বেশ্যা কর্ণ মহামতি!
তোমার শয্যায় আসে বহু পত্নীবিবিধ স্ত্রীলোক 
তুমি যে নিয়মে চল সে নিয়মে অধিকার আমারও থাকুক
তোমরা যে গ্রন্হ লেখ সেই গ্রন্হ আমরাও উল্টে দিতে পারি"

অসম্ভব সুন্দর একটি কবিতা 'দ্রৌপদী জন্ম'... প্রতিটি নারীকে বিশেষত ভারতীয় নারীকে গভীরভাবে নাড়া দেয় এই কবিতাটা... এইভাবে প্রশ্ন করা শিখতে পারেন যেন প্রতিটি ভারতীয় মেয়েরা... নীচের লিঙ্কে ক্লিক করে শুনুন সম্পূর্ণ কবিতাটি...  


কণ্ঠশিল্পী – ইন্দ্রাণী দাশগুপ্ত

৭টি মন্তব্য:

  1. কবিতাটা পোস্ট করা যাবে, পুরোটা? প্লিজ

    উত্তরমুছুন
  2. কবিতাটি পোস্ট করতে অনুরোধ করছি ।

    উত্তরমুছুন
  3. প্লিজ সম্পুর্ণ কবিতা পোস্ট দিন

    উত্তরমুছুন
  4. অপূর্ব সুন্দর কবিতা। এরকম বাংলা সাহিত্যে নাই বললেই চলে। সম্পূর্ণ কবিতাটি লিখিতভাবে পেলে ভীষণ ভালো লাগতো।

    উত্তরমুছুন
  5. পুরো কবিতাটি না পেলে মুখস্ত করব কি করে

    উত্তরমুছুন
  6. প্লিজ সম্পূর্ণ কবিতা পোষ্ট দিন

    উত্তরমুছুন
  7. সম্পূর্ণ কবিতা পোস্ট করুন ।

    উত্তরমুছুন