তোমার
ঠোঁট আমার ঠোঁট ছুঁলো
যদিও এ প্রথমবার নয়,
চুম্বন তো আগেও বহুবার
এবার ঠোঁটে মিলেছে আশ্রয়।
যেমন সব ভয়ের গল্পে-
দৈত্য দানো-রাক্ষস আর ক্ষয়,
তিলে তিলে শুকোয় রাজকুমারী
অন্ত্যঃমিলে রাজপুত্রের জয়।
তবুও খুব ভিতরে বাঁধাহীন-
লড়াই চলে শুম্ভ-নিশুম্ভের,
প্রথম বলে ফুলটি ছিঁড়ে খাব
দ্বিতীয় বলে হাত পাততে শেখ্!
আসলে তুমি দীর্ঘ শাল্মলী
সবার মাথা ছাড়িয়ে তরুবর
তোমার ঠোঁট আমার ঠোঁট ছুঁলো
আর যা কিছু-
অকিঞ্চিতকর।
যদিও এ প্রথমবার নয়,
চুম্বন তো আগেও বহুবার
এবার ঠোঁটে মিলেছে আশ্রয়।
যেমন সব ভয়ের গল্পে-
দৈত্য দানো-রাক্ষস আর ক্ষয়,
তিলে তিলে শুকোয় রাজকুমারী
অন্ত্যঃমিলে রাজপুত্রের জয়।
তবুও খুব ভিতরে বাঁধাহীন-
লড়াই চলে শুম্ভ-নিশুম্ভের,
প্রথম বলে ফুলটি ছিঁড়ে খাব
দ্বিতীয় বলে হাত পাততে শেখ্!
আসলে তুমি দীর্ঘ শাল্মলী
সবার মাথা ছাড়িয়ে তরুবর
তোমার ঠোঁট আমার ঠোঁট ছুঁলো
আর যা কিছু-
অকিঞ্চিতকর।
![]() |
এবার ঠোঁটে মিলেছে আশ্রয় |

আশ্রয় ....
উত্তরমুছুনসংসারে প্রেম ফিরে এলো
উত্তরমুছুনসংসারে প্রেম ফিরে এলো
উত্তরমুছুন