বাংলা সাহিত্যের কিছু মণিমুক্তা ছড়িয়ে দেওয়া হবে এখানে। কবিতা, উদ্ধৃতি, কিছু ছোটগল্প, উপন্যাসের অংশবিশেষ, বইয়ের আলোচনা সমালোচনা, লেখক কবিদের পরিচয়, তাঁদের ছোট ছোট ব্যক্তিগত ঘটনার বিবরণ এসব নানান রকম সাহিত্যসম্পৃক্ত ব্যাপার স্যাপার আর কী। সঙ্গে থাকুন… থাকবেন তো!!
প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নূতন আবির্ভাবে — কে তুমি — মেলেনি উত্তর। বৎসর বৎসর চলে গেল, দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল পশ্চিম-সাগরতীরে, নিস্তব্ধ সন্ধ্যায় — কে তুমি পেল না উত্তর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন